বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফেরত দিলেন অটোচালক

সিলেট প্রতিনিধিঃ অটোরিকশা চালিয়ে সংসার চলে মঈন উদ্দিনের। অভাবের সংসারের ঘানি টানলেও সততাকে পুঁজি করেই তার পথচলা।

লোকসমাজে সেই দৃষ্টান্তও স্থাপন করলেন কুড়িয়ে পাওয়া তিন লাখ টাকা ফেরত দিয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) জৈন্তাপুর উপজেলা অফিসে কর্মরত অফিস সহকারী সুধামন মান্না ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে শাহপরানস্থ বাড়িতে যাচ্ছিলেন। পথে সাইকেলে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ব্যাগটি পাওয়া যায়নি।

ওইদিন সিলেট-তামাবিল সড়কে সিএনজি অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসিন্দা মাঈন উদ্দিন। তিনি সড়কের পাশে পড়ে থাকা টাকার ব্যাগটি কুড়িয়ে পান। এরপর টাকার মালিককে খুঁজতে থাকেন। ব্যাগে থাকা প্রাথমিক কিছু তথ্যে জানতে পারেন টাকার মালিকের পরিচয়।

শুক্রবার (২৭ আগস্ট) প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোনে কথা বলেন। নিশ্চিত হতে পারেন সুধামন মান্নাই টাকার প্রকৃত মালিক।

অবশেষে শুক্রবার বাদ জুমা সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তজেলা বাস পরিবহন শ্রমিক উপ-কমিটির কার্যালয়ে যান তিনি। সেখানে সবার উপস্থিতিতে উপযুক্ত প্রমাণাদি দেখে সুধামন মান্নার কাছে তিন লাখ টাকা ফেরত দেন সিএনজি চালক মাঈন উদ্দিন।

এ সময় শ্রমিক নেতাদের উপস্থিতিতে সুধামন মান্না সিএনজি চালক মাঈন উদ্দিনের সততায় খুশি হয়ে ২০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com