বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ায় ৪৭ বিজিবি’র অভিযানে গত এক বছরে ১শ ৩১ কোটি ৯৩ লাখ টাকা মুল্যের মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বিজিবি ৪৭ ব্যাটালিয়নের আয়োজনে মিডিয়া ব্রিফিং এ তথ্য জানানো হয়।
মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ।
তিনি বলেন, গত এক বছরে বিজিবি ৪৭ ব্যাটালিয়েনর অভিযানে ৫জন স্বর্ণ পাচারকারীসহ ৫ দশমিক ৩২১ কেজি স্বর্ণ, ৭জন আসামীসহ ৬টি বিদেশী পিস্তল, ৩টি সিঙ্গেল সুটার পিস্তল, ২টি সিঙ্গেল শটগান, ২টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় পাইপগান, ৯টি ম্যাগাজিন, ৩২ রাউন্ড গুলি, ৯৩ জন চোরাকারবারীসহ ৯ হাজার ৩শ ৭০ বোতল বিদেশী মদ, ৬৪ বোতল দেশিয় মদ, ১৫ হাজার ৪শ ৩৩ বোতল ফেন্সিডিল, ৪৯৪ দশমিক ৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার ৭শ ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ দশমিক ৪৩ কেজি হেরোইন, ১ লাখ ৫০ হাজার ৮শ ৩৬ পিস যৌন উত্তেজন ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১ দশমিক ৩২ কেজি কোকেন এবং ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ১২০ কেটি ৯৬ লাখ টাকা।
এছাড়া ৪৭ বিজিবি’র যৌথ টাস্ক ফোর্স অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ হাজার ৪শ ৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, ১ হাজার ৫শ ৪৪ পিস অবৈধ কসমেটিস সামগ্রী, ২ হাজার ৮শ ৮০ কেজি ভারতীয় বেহুন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার ১শ ৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার ৯শ ৭০ কেজি কারেন্ট জাল, ২টি অবৈধ জাল তৈরির মেশিন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা।
মিডিয়া ব্রিফিং এ লে. কর্ণেল মাহবুব মোর্শেদ আরো জানান, গত ৩১ মে এবং ২৬ জুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ১৭জন বাংলাদেশীকে পুশইন করলেও পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে আর কোন পুশইন ঘটেনি।
অধিনায়ক আরো জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করণের ফলে ঈদ উল আযহায় কোন গরু পাচার হয়নি। এছাড়া মাদক পাচারে সংশ্লিষ্ট কয়েকজনকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য বিজিবির উদ্যোগে মুলধনসহ দোকান করে দেওয়া হয়েছে। মাদক পাচার ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
ব্রিফিং এ তিনি নদী ও পরিবেশ রক্ষায় জেলেদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় জলজ পরিবেশবান্ধব জাল এবং মাছ ধরার সরঞ্জাম ব্যবহারে আহবান জানান।
এসময় কুষ্টিয়াতে কর্মরত বিভিন্ন ইলেক্টনিকস, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।