বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন

কুয়াকাটায় শুরু হচ্ছে দুই দিন ব্যাপী ফেস্টিভাল

মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া পটুয়াখালী থেকে : কুয়াকাটার পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে আগামীকাল থেকে কুয়াকাটায় শুরু হচ্ছে দুইদিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভাল কুয়াকাটা। তাই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা সাজানো হচ্ছে নতুন সাজে। প্রস্তুত করা হয়েছে প্যান্ডেল। তৈরী করা হচ্ছে ৬০ টি স্টল। এসব স্টলে কুয়াকাটার ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন পন্যের পসরা ফুটিয়ে তোলা হবে। পর্যটকরা এসব স্টল ঘুরে জানতে পারবে বরিশালের আদি ইতিহাস।

এছাড়াও এ উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হবে রাখাইনদের কালচারাল অনুষ্ঠান, পুতুল নাচ, বাউল গান, ফানুস উৎসব ও ঘুড়ি উৎসব। বাংলাদেশের আইকনিক, ডেস্টিনেশন, সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ববাসি ও বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে মুজিব’স ক্যাম্পেইনের আওতায় প্রতি বিভাগে এ উৎসব করছে ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রনালয়।

কুয়াকাটা ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, সারা বছর আমরা কোন কোন ভাবে পর্যটন খাত থেকে ব্যবসা করি। এবারের আয়োজন ঘিরে আমরা ব্যবসা না করেই কুয়াকাটায় আগত পর্যটকদের সেবা করার মানসে ২১শত টাকায় ২ দিন ও ১ রাতের প্যাকেজ ঘোষণা দিয়েছি। এই প্যাকেজে ট্রান্সপোর্ট থাকছেনা। থাকছে ১ বার রাতের খাবার, ২বার দুপুরের খাবার ও ২ বার সকালের নাস্তা। এক রকমের আবাসিক হোটেল ও হালকা নাস্তা।

কুয়াকাটা হোটেল মোটেল এ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, আমরা আমাদের হোটেল মোটেল ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে আলোচনা করেই এই দুই দিন ব্যাপি উৎসবকে সামনে রেখে ২০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশের ছাড়ের ব্যবস্থা করছি।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, আমরা পর্যটকদের সুযোগ সুবিধাই প্রধান্য দেই।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন একুশের কন্ঠ কে বলেন, কুয়াকাটাকে বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করা জন্য দুই দিন ব্যাপি উৎসব করছে ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রনালয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com