বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর মহিপুর থানাধীন গঙ্গামতি সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে ধুলাসার এলাকার আশাখালি সংলগ্ন এলাকায় গত ২ অক্টোবর নিখোঁজ হয় মোঃ সজিব (২৫) নামের এক জেলে। অনেক খোঁজা খোঁজির পরেও সজিবের কোন সন্ধান পাইনি তার পরিবার।
নৌ পুলিশ কুয়াকাটার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সোমবার নিখোঁজের পরে আমরা জেলেদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান সৈকত এলাকায় ভেসে আসে মৃত মোঃ সজিবের মরদেহটি। সজিব পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই এলাকার মোঃ লিটন শিকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২ অক্টোবর) দুপুরে ধুলাসার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে সজিব তার স্ত্রীর বড় ভাই শাহিনের সঙ্গে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে যান। তখন ঢেউয়ের তোরে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন তিনি। পরবর্তী অনেক খোঁজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মহিপুর থানা ওসি ফেরদাউস আহম্মদ খাঁন বলেন. মঙ্গলবার দুপুরে গঙ্গামতি এলাকায় জোয়ারের সঙ্গে একটি মরদেহ ভেসে এসেছে বলে স্থানিয়রা মহিপুর থানাকে অবহিত করেন। পরে মহিপুর থানাপুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবেপারে মহিপুর থানায় একটি ইডি মামলা হয়েছে।