মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

কুমিল্লা মেডিকেলে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি::

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে চার নারীসহ আরও নয়জন মারা গেছেন। মৃতদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ছয়জন এবং মেডিকেলের করোনা ইউনিটে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় চার নারীসহ নয়জন মারা গেছেন। তাদের মধ্যে রেহানা বেগম ও চয়ন কুমার নামে দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। রেহানা (৬২) কুমিল্লার বুড়িচং উপজেলার আমির হোসানের স্ত্রী এবং চয়ন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সচিল চন্দ্র পালের ছেলে।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন-কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮), চান্দিনা উপজেলার আবদুল্লাহর মেয়ে ফিরোজা বেগম (৬০), চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫) ও চাঁদপুরের মতলব উপজেলার নিকিল সরকারের ছেলে নারায়ন সরকার (৪০)।

উল্লেখ্য, মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৭ জন ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১২ জন।

এদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ১৬৭ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ১২৪ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com