বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি::
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের সাদের আলীর ছেলে চায়না হিজরা (৫০), আজগর আলীর স্ত্রী হাসি বেগম (৪০), দীঘুলিয়া থানার চন্দ্রিমহল গ্রামের রুস্তম মোল্লার ছেলে আসলাম মোল্লা (৫০), শেরহাটি গ্রামের মোজাফফর আলীর ছেলে সালাম মিয়া (৫২), বাসের যাত্রী আনোয়ার হোসেন (৪৫)।
জানা গেছে, নিহতদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ওরসের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে রডবোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।