বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লার দাউদকান্দিতে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম রুবাইয়াত হোসেন বাবুল (৩৫)। তিনি নরসিংদীর কুরেরপাড়ের ইমান আলীর ছেলে। পুরিশের ভাষ্য, নিহত ব্যক্তি ‘কভার্ডভ্যান ডাকাতচক্রের’ সদস্য।

জেলা ডিবি পুলিশের ওসি নাসিরউদ্দিন মৃধা সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার রায়নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

তিনি বলেন, একটি ডাকাত দল কিছুদিন ধরে মহাসড়কে বিভিন্ন ট্রাক, কভার্ডভ্যান আটকে ডাকাতি করে আসছিল। বাবুল ওই দলেরই সদস্য।

ঘটনার বিষয়ে তিনি বলেন, ডাকাতদের অবস্থানের খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল রাতে ওই এলাকায় অভিযানে যায়।

“রায়নগর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিয়ে থাকা ডাকাতরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলি চলার পর ডাকাতরা পালিয়ে গেলে সেখানে বাবুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

পুলিশ ওই ডাকাত দলের আরেকজনকে জীবিত অবস্থায় আটক করেছে এবং ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com