মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

কুমিল্লায় ট্রেন-ট্রাক সংঘর্ষ

কুমিল্লা  প্রতিনিধিঃ কুমিল্লায় ট্রেন-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাম। তিনি জানান, রাত দুইটার দিকে  ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কেউ আহত হয়েছেন কি না, তা রাত সাড়ে তিনটা পর্যন্ত জানা যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের ওপর আটকে আছে। দু-একজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com