মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

কুমিল্লায় কাউন্সিলরসহ দুইজনকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি:: কার্যালয়ে ঢুকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মোহাম্মদ সুমন।

বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরান জানান, র‍্যাব-১১ এর একটি দল চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি (৪ নম্বর) সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেপ্তার করেছে। তার বিষয়ে বিস্তারিত পরে জানাবে র‌্যাব।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আর প্রধান আসামি করা হয়েছে ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে। গত সোমবার নগরীর পাথরিয়াপাড়ায় কাউন্সিলর সোহেলের কার্যালয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। গুলিতে কাউন্সিলরের সহযোগী হরিপদ সাহাও মারা যান। গুলিতে আহত হন আরও ছয়জন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com