শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::
কাহারোলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক ১৮১ জন হতদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
গত সোমবার বিকেল ৩ টায় উপকারভোগীদের মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তারেক হোসেন, শিশু সুরক্ষা পর্যবেক্ষণ কমিটির সভাপতি মোঃ রশিদুল ইসলাম, ভিডিসি’র সভাপতি রস্তম আলী, এপি ম্যানেজার কুহুহাগিদক, প্রোগ্রাম অফিসার মিল্টন রোজারীও, মারিও তপন মন্ডল, পলাশ জ্যাম্স ক্রুজ, সুরভী আক্তার, প্রদীপ হাসদা।
অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বিগত ৫ বছরে আমি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র যতগুলো কার্যক্রমে এসেছি লক্ষ করেছি ওয়াল্ড ভিশন বাংলাদেশ একটি শিশু ও দরিদ্র কল্যান দাতা সংস্থা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যতদিন আছে আমার মনে হয় আমার উপজেলায় কোন দরিদ্র পরিবার ও অসচেতন পরিবার থাকবে না, যদি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এভাবে কাজ চালিয়ে যায়। তাই আমি বলতে চাই যতদিন ওয়ার্ল্ড ভিশন আছে আমি চেয়ারম্যান থাকি আর না থাকি ওয়ার্ল্ড ভিশনের প্রতিটি কার্যক্রমে উপস্থিত থেকে জনসেবায় অংশ নিবো।