শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::
দিনাজপুরের কাহারোল উপজেলায় ২ নির্মাণ শ্রমিক সেভটি ট্যাংকির ভিতরে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের মোঃ জহুরুল হকের ছেলে আব্দুল খালেক (৪৫) ও মৃত আজিজুল হকের ছেলে মোঃ নাসিম (২৫)।
আজ বুধবার (৮ মে) সকাল ৮ টায় দিকে এঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ইছাইল গ্রামের চৌধুরী পাড়ার শমসের আলীর বাড়ির নতুন নির্মাণাধীন সেভটি ট্যাংকির ঢাকনা খুলে সাটার খুলার জন্য ২ জন শ্রমিক কাজ করতেছিল। আব্দুল খালেক সেভটির ট্যাংকির ঢাকনা খুলে সাটার খুলার জন্য ট্যাংকির নিচে নামলে সে চিৎকার করতে থাকে। আমার শ্বাস বন্ধ হচ্ছে, আমাকে বাঁচাও। তার চিৎকার শুনে উপরে থাকা শ্রমিক নাসিম তাকে উদ্ধারের জন্য রশি নিয়ে নিচে নামলে সেও চিৎকার করতে থাকে আমাকে বাঁচাও। তার চিৎকার শুনে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষন তারা ট্যাংকির নিচেই মারা যায়। লোকজন মৃত অবস্থায় তাদেরকে ট্যাংকির ভিতর থেকে উদ্ধার করে।
থানা প্রশাসন ও এলাকাবাসী জানায়, অক্সিজেনের অভাবে তারা ভিতরে মারা গেছে। কাহারোল থানা পুলিশ লাশের সুরতহাল করে মৃত ব্যক্তিদের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ দাফন করার জন্য পরিবারের লোকজনদের হস্তান্তর করেন। এব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়াধীন চলছে।