সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোলে মিনা দিবস-২০১৮ পালিত হয়েছে।
আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) কাহারোল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মিনা দিবস উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে মিনা দিবস-এর উপর ভিত্তি করে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার, রথীন্দ্রনাথ রায়, মোঃ জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।