শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::
কাহারোলে নিরাপদ খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে। “সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ২ ফেব্রুয়ারী’ নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে গিয়ে শেষ হয়। র্যালীর নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, মিলন কুমার দেব প্রমুখ।