সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

কাহারোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা::

“দুযোর্গ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাহারোল উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে সচেতনতা বৃদ্ধিমূলক সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলার রামচন্দ্রপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মমিরুল হাসানের সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, কাহারোল ফায়ার সার্ভিস ও ডিফেন্স’র সাব অফিসার মোঃ ফজলুর করিম প্রমূখ। সচেতনতা মূলক আলোচনা শেষে কাহারোল ফায়ার সার্ভিস ও ডিফেন্স’র আয়োজনে মহড়া প্রর্দশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com