শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের কাহারোলে ৪০ জন ব্যক্তির মাঝে টাকার চেক বিতরণ করেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০১৭-২০১৮ অর্থবছরের বিশেষ অনুদান খাত হতে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর ডিওপত্র থেকে কাহারোল উপজেলাধীন ৪০ জন ব্যক্তির অনুকুলে ৩ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
আজ সোমবার উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে, জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন দরিদ্র ব্যক্তির মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক রাজেন্দ্র দেবনাথ প্রমুখ।