রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধিঃঃ
গাজীপুরের কালিয়াকৈরে ট্যাংকের পানি পান করে প্রায় শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৪ মার্চ রোববার ভোরে সীমা আক্তার (১৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি থানার ঘোড়াঘাট গ্রামে।
এলাকাবাসী ও ভুক্তভোগী লোকজন সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় আবুল টাওয়ার নামে সাত তলা ভবনে এ ঘটনা ঘটে। ওই ভবনের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হলেও প্রায় ৭০-৭৫টি পরিবার ভাড়া নিয়ে সেখানে বসবাস করে আসছে। এদের মধ্যে বেশিরভাগ লোক পোশাক শ্রমিক। গত তিন থেকে চার দিন ধরে ওই ভবনের ট্যাংকের পানি পান করে প্রায় শতাধিক লোক অসুস্থ হয়ে আসছে। সর্বশেষ শনিবার সবচেয়ে বেশি লোক অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে বেশি অসুস্থদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। কাউকে আবার নিজের ঘরে সালাইন করে রাখা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে হাসপাতালে যাওয়ার পথে গতকাল রোববার ভোরে সীমা আক্তারের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এঘটনায় থানায় এখনো মামলা দায়ের করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের পানি পান করেই তারা অসুস্থ হয়ে পড়েছে।