বুধবার, ৩০ Jul ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের কালিয়ায় অবৈধ ঘাতক ট্রলী চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২০ জুন) বিকেল ৫ টায় উপজেলার নড়াগাতী থানার সামনে স্থানীয়রা প্লেকার্ড হাতে নিয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন। অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালক দিয়ে অবৈধ এ ট্রলী চালাচলের কারণে প্রতিনিয়ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে।
এ সময় বক্তব্য রাখেন রাফছান মোল্যা, সবুজ মোল্যা, মো. রহমতুল্লাহ, তরিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গত ১২ জুন ট্রলী দুর্ঘটনায় খাশিয়াল ইউনিয়নের তালবাড়ীয়া সড়কে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। সেই রেস না কাটতেই ১৭ জুন পানিপাড়া আঞ্চলিক সড়কে সদ্য বিবাহিত আজিজুর নামে এক প্রবাসী ট্রলী চাপায় নিহত হন। নিরাপদ সড়কের দাবিতে সংশ্লিষ্টদের নিকট প্রাপ্ত বয়স্ক লাইসেন্স ধারী চালক দিয়ে ট্রলী চালানোর আহ্বান জানান।