শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি॥
মাদারীপুর জেলার কালকিনি মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের আজকের দিনে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কালকিনি শত্রুমুক্ত হয়। কালকিনি মুক্ত দিবস উপলেক্ষ্য এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার মিলনায়তনে সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কালকিনির অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধে কালকিনিবাসীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। বক্তারা বলেন, আমরা কোন কিছুর বিনিময়ের জন্য মুক্তযিুদ্ধে যাইনি, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে যাই এবং দেশ স্বাধীন করি। বঙ্গবন্ধুর কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানীত করেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দুদুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন, মুক্তেযোদ্ধা আঃ রহিম মাষ্টার, মুক্তেযোদ্ধা মালেকুজ্জামান মালেক, মুক্তেযোদ্ধা আঃমজিদ মোল্লা, বিআইডিসি অফিসার হাবীবুল্লাহ, সহ বিভিন্ন কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা বৃন্দ।