রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার আলিম ২য় বর্ষের এক মাদ্রাসা ছাত্রী ধর্ষিত হওয়ার ২৫দিন অতিবাহিত হলেও ন্যায় বিচার পায়নি ধর্ষিতার পরিবার।মামলার এজাহার ও ভুক্তভুগি পরিবারের অভিযোগ সুত্রে যানাযায়, কালকিনি উপজেলার ছোটচড় কয়ারিয়া গ্রামের শাহে আলম হাওলাদারের কন্যা ডিক্রিচর ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রীকে গত ৭এপ্রিল রাত সারে ১০টার দিকে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য ঘরের বাহিরে বাথরুমে গেলে ওত পেতে থাকা বড়চর কয়ারিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের লম্পট ছেলে শাওন হাওলাদার (২২)প্রথমে মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে অন ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।পরে তার ডাক চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এসে উদ্ধার করে।পরে বিচার পাইতে ঐ ছাত্রী শাওনের বাড়ীতে প্রায় ৬ঘন্টা অনশন করলে কালকিনি থানার এস আই জসিম উদ্দিন মিমাংসার কথা বলে শাহে আলম হাওলাাদারের বাড়ীতে নিয়ে আসে।এর পর থেকে ধর্ষক শাওন হাওলাদার পলাতক রয়েছে।পুলিশ ঘটনার ১৮দিন পর মামলা নিলেও গত ২৫দিনেও ধর্ষক শাওনকে গ্রেফতার করতে পারেনি।তবে ধর্ষিতার পিতা স্থানীয় মিডিয়া প্রতিনিধিদের কাছে ক্রদন স্বরে বলেন আমার মেয়েকে শাওন ধর্ষন করেছে মেয়ে থানায় মামলা করায় শাওনের লোকজনে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে।আমরা ন্যায় বিচারের আসায় গত ১২ এপ্রিল এলাকার মাতুব্বর টিটন হাওলাদরের বাড়ীতে শালিশ বৈঠক বসলেও কোন সুরা করতে পারেনি তারা।বার বার মিমাংশা করে দিবে বলে আস্বাস দিলেও ২৫দিন হলেও কোন সমাধান দিতে পারেনি স্থানীয় মাতুব্বররা।এ ব্যাপরে কালকিনি থানার এস আই জসিম উদ্দিন বলেন ঘটনার পরথেকেই ধর্ষক পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।