রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনি পৌর এলাকার মিনাজদী গ্রামের দরিদ্র ভ্যানচালক আনিছ (২৩)। গত ৯ এপ্রিল সকালে নিজ বাড়ি থেকে ভ্যান চালাতে বেরিয়ে নিখোঁজ হয়।
ঐ দিন সহ পড়ের দিন সম্ভাব্য সকল স্থানে খুঁজাখুজি করে না পেয়ে কালকিনি থানায় নিখোঁজের বাবা লুৎফর সরদার একটি নিখোজ ডাইরী করেন, ডায়রী ৫৮৩/২২, ও বার্তা নাস্বার ১৯/২২। কিন্তু নিখোঁজের এত দিনেও তার কোন খোঁজ পাননি স্বজনসহ পুলিশ।
এতে চরম দুশ্চিন্তায় দিন কাটছে সাকিলের পরিবারের সদস্যদের। তবে নিখোঁজ আনিছের সন্ধানে প্রযুক্তিগত প্রক্রিয়াসহ সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছে থানা পুলিশ।