রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
ম.হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ওপর দিয়ে গত মঙ্গলবার দুপুরে বয়ে যাওয়া কাল বৈশাখী ঘুর্ণিঝড়ে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের এস পি এস স্কুল এ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ভবন পুরোপুরি বিধস্ত হয়েছে।এ সময় কক্ষে থাকা কম্পিউটর সহ আসবাব পত্র নষ্ট হয়ে গেছে।এতে করে খোলা আকাশের নিচে ওই কক্ষে ক্লাস করা অসম্ভব হয়ে পড়ছে বলে জানান,অধ্যক্ষ মোঃ সানাউল হক।এ ছাড়া উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের একটি ছাত্রবাসের টিনসেড ছাদ ধসে পড়ে আহত হয়েছে ১০জন শিক্ষার্থী। ছাত্রাবাসের চাল উড়িয়ে নিয়ে যাওয়ায় ছাত্রাবাসের আড়াইশ’ ছাত্রের ভিজে গেছে বইখাতা ও আসবাবপত্র।অন্য দিকে ঝড়ে উপজেলার আন্ডাচর হাচেন আকনের হাটে গাছ পড়ে আবদুল মান্নান,সিরাজ মোল্লা,ও টিপু খানের মুদি ও ইলেকট্রনিক দোকান বিধস্ত হয়ে গেছে।এছাড়া উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে চলতি ইরি বোরো মৌসুমে ১২হাজার ৫শত হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদ করেছে,কালবৈশাখী ঝড়ে ৬ হেক্টর জমির ধান তীব্র বাতাসে মাটিতে পড়ে গিয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)প্রমথ রঞ্জন ঘটক বলেন উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও ক্ষতি গ্রহস্থ ধানী জমির মাঠ পরিদর্শন করেছি এবং তার তালিকা তেরী করে জেলায় পাঠিয়েছি।