রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার খাতিয়াল গ্রামে ছোট দুই ভাইর স্ত্রী কে নিয়ে দুবাই প্রবাসি বড় ভাইর উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।তাদের সকল আত্বিয় ও সম্ভাব্য স্থানে খোজাখুজি করে না পেয়ে মনোয়ারার বাবা মোঃ শেখ দুলাল ডাসার থানার একটি সাধারন ডায়রী করেন।ডায়রী (৮৯২/১৮) নং থেকে ও ভুক্তভোগির অভিযোগ সুত্রে যানাযায় শুক্রবার দিবা গত রাতে বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মোঃ ছিদ্দিক মোড়লের দুবাই প্রবাসি ছেলে আঃ জলিল মোড়ল(৩২)তার নিজ ছোট ভাইর স্ত্রী মনোয়ারা বেগম(১৯)ও একই গ্রামের আরেক ছোট ভাই হ্নদয় শেখ এর স্ত্রী জনী বেগম(২০) ও তার কন্যা সন্তান সামিয়া আক্তার(২)কে নিয়ে রাতের আধারে পালিয়ে যায় বলে ডায়রী সুত্রে যানাযায়।পালিয়ে যাওয়ার সময় মনোয়ারা বেগম তার মায়ের ঘর থেকে নগত ৪৭হাজার টাকা ৩ভরি স্বর্নের গহনা নিয়ে যায় যার মুল্য ১লক্ষ৪৫হাজার টাকা।এ সময়ে মনোয়ারা বেগম ৫মাসের অর্ন্তসত্তা বলে যানাযায়। জনী বেগমের বাবার বাড়ী মাদারীপুর সদরের মস্তফাপুর ইউনিয়নের খামার বাড়ি গ্রামের মৃতআমজেদ ফকির এর মেয়ে।এ ব্যাপারে পলাতোক ভাই ও মনোয়ারা বেগম এর স্বামী মোঃ হানিফ মোড়ল বলেন আমার বড় ভাই আমার স্ত্রীর সাথে দেখতাম কথা বলতো কি বলতো যানিনা আমার স্ত্রী ও বড় ভাইকে পাওয়া যাচ্ছে না,এখন সমাজে মুখ দেখাতে পারছি না। জনী বেগম এর মা রাশিদা বেগম বলেন দুই টি বিবাহিত মেয়েকে নিয়ে পালিয়েছে শুনেছি এখন কি করবো।মনোয়ারা বেগম এর মা বলেন মনোয়ারা আমার এক মাত্র সন্তান আমার আর বাচতে ইচ্ছা করতাছে না আমারে ওরা মাইরা থুইয়া গেল না ক্যান।জনী বেগম এর স্বামি হ্নদয় শেখ বলেন জনী তো গেছে সাথে আমার মেয়ে কে ও নিয়ে গেছে আমি ও দের বিরুদ্ধে মামলা করবো। মনোয়ারার বাবা মোঃ শেখ দুলাল বলেন আমাদের সকল আত্বিয় ও সম্ভাব্য স্থানে খোজাখুজি করে নাপেয়েএকটিসাধারনডায়রীকরেছি।ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন এ ব্যাপারে ডায়রী হয়েছে আমরা তদন্ত করে দেখছি কি হয়েছে।