বুধবার, ৩০ Jul ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

কলাপাড়া আদালতকে টাউট, দালাল মুক্ত করতে আইনজীবীদের চিঠি

কলাপাড়া চৌকি আদালত সহ পটুয়াখালী জেলার সকল আদালত সমূহে টাউট, দালাল, বাটপার প্রতিরোধে জেলা আইনজীবী সমিতি সভা করে পত্র প্রেরণ করেছে। কলাপাড়া চৌকি আদালত সহ পটুয়াখালী জেলার সকল আদালত সমূহে টাউট, দালাল, বাটপার প্রতিরোধে জেলা আইনজীবী সমিতি সভা করে পত্র প্রেরণ করেছে।

মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া চৌকি আদালত সহ পটুয়াখালী জেলার সকল আদালত সমূহে টাউট, দালাল, বাটপার প্রতিরোধে জেলা আইনজীবী সমিতি সভা করে পত্র প্রেরণ করেছে।

আদালতের অনিয়ম দুর্নীতি ও বিচার প্রার্থীদের ভোগান্তি দূর করতে জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার সকল আদালতের আইনজীবীদের হস্তক্ষেপ কামনা করেছেন।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি থেকে কলাপাড়া চৌকি আদালতে পাঠানো চিঠির সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট বুধবার অনুষ্ঠিত তলবী সভার সিদ্ধান্ত অনুযায়ী টাউট-দালাল, ঘুষ-দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত বিচারাঙ্গন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন।

সমস্যা সমাধানের জন্য সমিতির লাইসেন্স হাল নাগাদ নবায়নকারী এ্যাডভোকেট ক্লার্ক ও সংশ্লিষ্ট আইনজীবী ব্যতিত মামলা মোকদ্দমা পরিচালনা/তদারকি করতে পারবে না।

প্রতিটি আদালতে মোয়াক্কেলদের পক্ষে দাখিলকৃত দরখাস্ত/হাজিরায় নামের সীলসহ বিজ্ঞ আইনজীবীর স্বাক্ষর ও এ্যডভোকেট ক্লার্ক এর স্বাক্ষর লাইসেন্স নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। তাদের স্বাক্ষর ও লাইসেন্স নম্বর বিহীন কোন দরখাস্ত/হাজিরা দাখিল করা যাবে না। আদালতে শিক্ষানবীশ আইনজীবীদের অবশ্যই লাল টাই পরিধান করতে হবে। শিক্ষানবীশ আইনজীবীর পরিচয় পত্র সাথে রাখতে হবে।

আদালতে বিচার ও অন্যান্য কাজে সংশ্লিষ্ট কোন ব্যক্তি ঘুষ গ্রহণ ও প্রদান করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ন্যায় বিচারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মামলার রায়/ আদেশ প্রকাশ্য আদালতে প্রদান। কজ লিস্ট আপডেট সহ অন্যান্য ব্যাপারে বিজ্ঞ জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট (ADM) গনের সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. এ,টি,এম মোজাম্মেল হোসেন তপন, সাধারণ সম্পাদক অ্যাড. মো. লুৎফর রহমান খোকন’র সঞ্চনালয় সভা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাড. মো. ওয়াহিদ সরোয়ার সহ ৪৩ জন আইনজীবী। বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এ্যাড. মোঃ ওয়াহিদ সরোয়ার, মোঃ মোহসীন উদ্দিন (২), শরীফ মোঃ সালাহউদ্দিন, আলহাজ্ব মোঃ নাজমুল আহসান, আলহাজ্ব মোঃ আবদুস সাত্তার,মোঃ সাইদুর রহমান খান,মোঃ মাকসুদুর রহমান (২), মোঃ আবুল কালাম আজাদ (৩), মোঃআফজাল হোসেন তালুকদার, এস,এম,তৌফিক হোসেন ( মুন্না) প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আইনজীবী কল্যান সমিতি ও কলাপাড়া চৌকি আদালতের প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান তালুকদার বলেন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান খোকন’র স্বাক্ষরিত পাঠানো চিঠি টি ২২ সেপ্টেম্বর হাতে পেয়েছি। বিষয়টি সকল আইনজীবী ও এ্যাডভোকেট ক্লার্ক, পেশকারদের চিঠির কপি সরবরাহ করে যথাযথ ভাবে পালন করার অনুরোধ করছি। বিচারাঙ্গনে কোনো টাউট, দালাল, দুনীর্তিবাজদের আশ্রয়- প্রশ্রায় দেয়া হবে না।বিচারালয় থাকবে কলুষমুক্ত। এতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com