বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি:: কলাপাড়ায় পূর্বমধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক, আায়া ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে ঘুষ-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চাকরি বঞ্চিত সোনিয়া, ফারজানা ও জাকিয়া।
বুধবার (২৪ জানুয়ারী) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনিয়া।
তিনি দাবি করেন ৩টি পদে নিয়োগ দেওয়ার কথা বলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বশির আহম্মেদ ও প্রধান শিক্ষক আলাম হোসেন এর যোগসাজশে তাদের পছন্দের প্রার্থীদের উত্তরপত্র বলে দেওয়া হয়েছে। ২০২৩ সালের ২১ অক্টোবর অনুষ্ঠিত নিয়োগের লিখিত পরীক্ষা বর্জন করতে গিয়েও পারেননি সোনিয়া। তাকে হলে থাকতে বাধ্য করা হয়। এরপর কৌশলে চাকরি দেয়ার কথা বলে তাদের কাছ থেকে অন্তত সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিয়েও চাকরি দেয়নি। এনিয়ে প্রতিবাদ করলে তিন লাখ টাকা ফেরত দেয়। বাকি টাকা আজও ফেরত দেয়নি। সোনিয়া এমন দুর্নীতি ও অনিয়মের প্রতিকার চেয়েছেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বশির আহম্মেদ জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।