বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

কলাপাড়ায় কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় জনগোষ্ঠীর কৃষি সেবা নিশ্চিত করণে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে ত্রৈ-মাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের সভা কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

কেয়ার বাংলাদেশ’র সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রদৃপ্ত প্রকল্প এর আয়োজন করে। এতে উপজেলা লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের ২০ জন প্রান্তিক নারী ও পুরুষ কৃষক অংশগ্রহন করেন। আনুষ্ঠানের সভাপত্বিত করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্য রাখের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ.আর.এম সাইফুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ফেরদৌস আলম, লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মেজবাউদ্দিন খান, উপজেলা খাদ্য অধিদপ্তরের এস আই মো. মেহেদী হাসান প্রমুখ।

কর্মশালায় সরকারি প্রতিষ্ঠানে ন্যায্য মূল্যে ধান বিক্রি, কৃষকদের নিবন্ধন করণ ও নাম সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com