রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

কলাপাড়ায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী লিটনের শো-ডাউন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: কয়েক হাজার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে নিয়ে মোটরসাইকেলে করে ‘উন্নয়নের শোভাযাত্রা’ করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল ইসলাম লিটন।

রোববার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আবদুল্লাহ আল ইসলাম লিটন পায়রা বন্দরমুখী শেখ হাসিনা সড়ক থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। কলাপাড়া পৌর শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কুমারপট্রি এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

আবদুল্লাহ আল ইসলাম আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এর আগেও তিনি ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

আবদুল্লাহ আল ইসলামের বাবা মরহুম মো. আনোয়ার উল ইসলাম কলাপাড়া-রাঙ্গাবালী আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রায়ত বাবার জনপ্রিয়তাকে পূঁজি করে আবদুল্লাহ আল ইসলাম উপকূলের কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলায় দীর্ঘ কয়েক বছর ধরে রাজনীতি করছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আবদুল্লাহ আল ইসলাম ইতিমধ্যে কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটায় গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন। তিনি গণসংযোগকালে পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র রুরাল-নরিনকো পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের (আরএনপিএল) বিদ্যুৎ কেন্দ্র, কুয়াকাটার গোড়া আমখোলাপাড়ায় নির্মিত ইন্টারনেট ব্রডব্যান্ডের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং ষ্টেশন, শের-ই-বাংলা ত্রিমাত্রিক নৌঘাঁটিসহ স্থানীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকান্ড এবং জাতীয় ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগকে পূনরায় বিজয়ী করতে জনসাধারণের কাছে আহবান জানান।

কলাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমার নেতৃত্বে তিন শতাধিক নারীর স্বতস্ফুর্ত অংশগ্রহন শোভাযাত্রার সবচেয়ে বড় আকর্ষণ ছিল। শোভাযাত্রায় সকলের হাতে হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ ব্যানার-ফেস্টুন ছিল।

শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্যে কলাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা বলেন, আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনয়নের ক্ষেত্রে সব দিক বিবেচনা করবেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ আসনে আবদুল্লাহ আল ইসলামের বিকল্প নাই বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এ সভায় রাঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. এনামুল ইসলাম লিটু, কলাপাড়া পৌর শহর বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম প্রমুখ নেতুবৃন্ধ বক্তব্য রাখেন।

আবদুল্লাহ আল ইসলাম লিটন এ সময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জামাত-বিএনপির কুচক্রের কারণে আজ দেশ বিশ্ববাসীর কাছে হেয় প্রতিপন্ন হচ্ছে। তবে এতটুকু বলতে পারি, তাঁদের কোনো ষড়যন্ত্রই সফল হবেনা। আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো।’

বিগত দিনে আওয়ামী লীগের স্থানীয় এমপিদের কর্মকান্ডে কলাপাড়ার মানুষ কলংকিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলে সেসব কলংক মুছে দিতে সৎ মনোভাব নিয়ে কাজ করবো। আমার প্রতিটি কাজের জন্য এ এলাকার মানুষ গর্বিত হতে পারবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনা পূনরায় বিজয়ী হয়ে আবারও বাংলাদেশকে নেতৃত্ব দিবেন বলে তিনি দুঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com