শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন ডেভিড ওয়ার্নার। চলমান পাকিস্তান টেস্ট সিরিজেই শেষ বারের মতো লাল বলের ক্রিকেটটা খেলছেন। এবার জানালেন, অবসর নিচ্ছেন ওয়ানডে ফরম্যাট থেকেও। পাশাপাশি আরও জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া চাইলে সেখানে খেলতে পারেন তিনি।
সিডনিতে সোমবার ওয়ার্নার অবসর নিয়ে কথা বলেছেন এভাবে, ‘অবশ্যই আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। এটা বিশ্বকাপ থেকেই বলে আসছি। ভারতে পুরো আসর শেষ করে সেটা জয় মানে অনেক বড় অর্জন।’
এর পরেই অবসর নিয়ে সিদ্ধান্তের কথা জানান তিনি, ‘তাই আমি আজ ওই দুটি ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। যেটা আমাকে বিশ্বের বিভিন্ন লিগ খেলার সুযোগ করে দেবে এবং ওয়ানডে দলটাকে এই সময়ে এগিয়ে যাওয়ার জন্যও তৈরি করবে। জানি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। ফলে আগামী দুই বছর যদি ভালো ক্রিকেট খেলি, তখন তাদের প্রয়োজন হলে আমি অবশ্যই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে রাজি আছি।’
শেষ পর্যন্ত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার না ফেরা হয়, তাহলে ভারতে আহমেদাবাদে খেলা ফাইনালটা তার শেষ ওয়ানডে হতে যাচ্ছে। যে ফরম্যাটে তার সংগ্রহ ৬ হাজার ৯৩২। ৪৫.৩০ গড়ের পাশাপাশি তার সেঞ্চুরি আছে ২২টি। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান ষষ্ঠ। আর সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দুই নম্বরে। তার আগে আছেন রিকি পন্টিং। যিনি ওয়ার্নারের চেয়ে ২০৫ ইনিংস বেশি খেলেছেন।
নভেম্বরের বিশ্বকাপের পর ওয়ার্নার ইঙ্গিত দিয়েছেন যে, অন্তত ২০২৭ সাল পর্যন্ত খেলে যেতে চান তিনি। তখন তার বয়স হবে ৪১। অবসর ঘোষণায় অবশ্য তিনি বলেছেন ভারতে বিশ্বকাপে তার দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা তার জন্য সমাপ্তির আদর্শ একটা অধ্যায়, ‘এটা এমন এক সিদ্ধান্ত যেটা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। শুরুতে আমরা যেখানে ছিলাম সেখান থেকে ভারতে এমন জয় অবশ্যই বিস্ময়কর।’