শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা॥
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলার দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজীউ মন্দির বুধবার (৩১ অক্টোবর) পরিদর্শন করেন।
মন্দির পরিদর্শনকালে হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, কান্তজীউ মন্দিরের এজেন্ট বাবু অমলেন্দু ভৌমিক, দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু চিত্ত ঘোষ প্রমুখ।
মন্দির পরিদর্শন শেষে মন্দির চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলার ও দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ভারতীয় হাই কমিশনার ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে শুভাগমন উপলক্ষে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল তাঁকে শুভেচ্ছা জানান।