শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

এশিয়া কাপের ১৭ সদস্যের বাংলাদেশ দলে কারা আসলেন কারা বাদ পড়লেন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ মাহমুদুউল্লাহ রিয়াদকে সরিয়ে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব বুঝিয়ে দেওয়া হলো ছুটি কাটিয়ে আসা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিবের দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। এশিয়া কাপ এবার হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তারপর আছে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ। দল গোছানোর সময় যথেষ্ট নেই হাতে। সিদ্ধান্ত যা নেওয়ার, দ্রুতই নিতে হবে। সেই সিদ্ধান্তটা দ্রুতই নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের ১৭ সদস্যের বাংলাদেশ দলের কারা আসলেন কারা বাদ পড়লেন।

সবশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন চারজন। চোটের কারণে ছিটকে গেছেন লিটন দাস আর শরিফুল ইসলাম। দলে জায়গা হারিয়েছেন মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ে সফরে শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া এবাদত হোসেন এক ওয়ানডে খেলেই জায়গা করে নিয়েছেন এশিয়া কাপের টি-টোয়েন্টি স্কোয়াডে। তবে জায়গা হয়নি নাঈম শেখের। দলে প্রায় তিন বছর পর ডাক পেয়েছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান। চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

এছাড়া দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদুউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম ফিরেছেন টি-টোয়েন্টি দলে। এর মধ্যে মাহমুদুউল্লাহ জিম্বাবুয়ে সফরে শেষ টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহানের চোটে খেলেছিলেন। টি-টোয়েন্টি দলে ফেরার সম্ভাবনা ছিল হার্ডহিটার ব্যাটার সৌম্য সরকারেরও। তাকে নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল। তবে এবার সুযোগ মেলেনি বাঁহাতি এই ব্যাটারের।

এশিয়া কাপের ১৭ সদস্যের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান (ফিটনেস সাপেক্ষে), তাসকিন আহমেদ।

বাদ পড়েছেন ॥ নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, লিটন দাস, শরিফুল ইসলাম।
ঢুকেছেন ॥ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, এবাদত হোসেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com