বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

এই সরকারকে পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ থেকে মিয়ানমার সীমান্তে তাদের দেশের যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি প্রচন্ড হুমকি।

দুর্ভাগ্যের কথা হচ্ছে এই যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে দখলদারী সরকার জোর করে দখল করে বসে আছে। এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোন প্রভাব বিস্তার করছে না। এখন পর্যন্ত এ বিষয়ে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেননি তারা বলছেন আমরা দেখছি। এই সরকারের উপর আস্থা আর কিভাবে থাকবে এই বিষয়ে সরকারের কোনরকম কথাই শোনা যাচ্ছে না।

দুপুরে পৌর শহরের কালিবাড়ি এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বর্তমান সরকার বিদেশের উপর নির্ভর করে টিকে আছে সে কারণেই বর্তমান তারা কথা বলতে কোন সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে মানুষ মারা যাচ্ছে অথচ এই সরকার কোন কথা বলছে না। এই সরকারকে পদত্যাগ করা উচিত।

তিনি আরো বলেন যে সমস্ত সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে আসছে এভাবে তারা টিকে থাকতে চাচ্ছে কিন্তু সেভাবে টিকে থাকা যায় না। তারই প্রমাণ হচ্ছে আজিজ ও বেনজীর। যারা সরকারকে সহযোগিতা করেছিল তারাই বলির পাঁঠা হয়েছে আজ।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com