সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উন্মুক্ত হলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ফ্ল্যাগশিপ পণ্য ‘টাইপ সি’ চার্জারযুক্ত আইফোন ১৫।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে আইফোন ১৫ সিরিজের ফোনটি উন্মোচন করা হয়।
অ্যাপল জানিয়েছে, আইফোনের নতুন মডেলগুলোতে ‘টাইপ সি’ চার্জার ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে আইফোনে ‘টাইপ সি’ চার্জার যোগ করার দাবি করে আসছিলেন। অবশেষে ব্যবহারকারীদের দাবি পূরণ করে আইফোন ১৫-তে ‘টাইপ সি’ চার্জার যুক্ত করল অ্যাপল।
জানা গেছে, গত বছর আইফোন ১৪ প্রোর মডেলে যে হার্ডওয়্যার ব্যবহার করেছিল অ্যাপল, আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটিতে একই হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। শুধু ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন ব্যবহার করা হয়েছে। আইফোন ১৫ ও ১৫ প্লাস ফোন দুটির প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এই ফোন দুটি পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক কালারে বাজারে পাওয়া যাবে।
১২৮ জিবি ভ্যারিয়েন্টের আইফোন ১৫ এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। অন্যদিকে আইফোন ১৫ প্লাস এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯৯ ডলার।
আইফোন ১৫ প্রো’র ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ডলার। আর একই ভ্যারিয়েন্টের আইফোন ১৫ প্রো ম্যাক্স’র দাম নির্ধারণ করা হয়েছে ১১৯৯ ডলার।
আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে নতুন ফোনগুলোর অর্ডার নেওয়া শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের অন্তত ৪০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এটি হাতে পাবেন বলে জানিয়েছে অ্যাপল।