শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

ঈদকে সামনে রেখে ঘোড়াঘাটে আদিবাসি তাঁত কারখানার কারিগররা ব্যস্ত সময় পার করছেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি::

সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্টির জীবন যাত্রার মান উন্নয়নে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পল্লীতে স্থাপন করা “বঙ্গবন্ধু আদিবাসি উন্নয়ন তাঁত কারখানা”। এই জনগোষ্টির ২০০ পরিবারের ১ হাজার মানুষকে নিয়ে তাত কারখানার যাত্রা শুরু করেন। সাঁওতাল, উরাও, মালো, মাহাতো, রবিদাস, মাহালী, পাহান, সিং ও কর্মকার ইত্যাদি সম্প্রদায়ের প্রায় ১০ হাজার পরিবারের ৫০ হাজার লোকের বসবাস এই দিনাজপুরের ঘোড়াঘাটে। তাদের মধ্যে ৫০ ভাগ পরিবার মোটামুটি শিক্ষিত এবং তাদের জীবন যাত্রা স্বাভাবিক ও সামাজিক। বাঁকি অর্ধেক নিম্নমানের। সমাজে তারা নারী-পুরুষ উভয়েই নিজেদের তৈরীকরা হাড়ীয়া, চোলাইমদ, তাড়ী, পুঁচুই সেবন করে থাকে। সরকারি সাহায্য সহযোগীতা পেলে তারা কোন কাজে লাগাতে পারেনা। তারা এমনি অসচেতন যে নিজের ঘর-বাড়ী-জমি বিক্রি করতে দিধা বোধ করেনা।

এরা নিজেরাই সৃষ্টিশীল, কিছু করতে আগ্রহী নয় তারা, তবে শ্রমিক হিসেবে দক্ষতা ভালো, কোন নির্দেশনা দিলে কাজটা করতে পারে তারা। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে স্থানীয় ভাবে শিল্পের বিকাশ ঘটাতে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু আদিবাসি তাঁত কারখানা। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম বলেন, ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছেন কারখানার কারিগরা। এখানে তৈরী হচ্ছে দামি লুঙ্গি, গামছা, শাড়ী, থান কাপড়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com