শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের আরচারি ডিসিপ্লিনে অংশগ্রহণের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আরচারি দল ৯ আগস্ট মঙ্গলবার রাত ১১টায় বিমানযোগে ঢাকা ত্যাগ করবে।
আরচারি ডিসিপ্লিনের খেলা আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে। বাংলাদেশ আরচারি দল ॥ রিকার্ভ পুরুষ : রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম; রিকার্ভ মহিলা : দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার, বিউটি রায়; কম্পাউন্ড পুরুষ : মিঠু রহমান, মোহাম্মদ আশিকুজ্জামান, সোহেল রানা; কম্পাউন্ড মহিলা : শ্যামলী রায়, পুষ্পিতা জামান ও রোকসানা আক্তার। কর্মকর্তাবৃন্দ : সোহেল আকরাম-টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডরিক-প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ হাসান-সহকারী প্রশিক্ষক।
এছাড়া ওয়ার্ল্ড আরচারি এশিয়ার আমন্ত্রণে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ইসলামিক সলিডারিটি গেমসের আরচারি ডিসিপ্লিনের ‘টেকনিক্যাল ডেলিগেট’ (টিডি) হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বাংলাদেশ আরচারি ফেডারেশনের নিবন্ধিত জাজ এবং ওয়ার্ল্ড আরচারি ফেডারেশনের ইন্টারন্যাশনাল জাজ ক্যান্ডিডেট তানভীর আহমেদ গেমসের আরচারি ডিসিপ্লিনে জাজ হিসেবে দায়িত্ব পালন করবেন।