শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

ইমাম-ওলামাদের সহযোগিতায় পরিকল্পিত পৌর শহর গড়তে চাই রাণীশংকৈলে মেয়র

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টারে ২৫নভেম্বর শনিবার ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের আয়োজনে মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহীল বাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি মাওলানা মাসউদ আলম। সভায় প্রধান পৃষ্ঠপোষক পৌরমেয়র মোস্তাফিজুর রহমান ইমাম ও মুয়াজ্জিনদের কল্যানে বলেন, আপনরা জাতির বিবেক, ইমামতির পাশাপাশি সমাজের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন।

তাই জাতিকে সঠিক সিন্ধান্ত দিবেন, আপনাদের দেওয়া উপদেশ দেশ ও জাতি সঠিব ভাবে চলতে সহায়ক হবে। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজির রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেখানে হাজার হাজার আলেম উলামা তৈরি হয়ে চাকুরী করছে।

ইমাম মুয়াজ্জিনরা আর্থিক উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। তিনি আরো বলেন, আমিও ইমাম ওলামাদের সহযোগিতায় পরিকল্পিত পৌরসভা গড়তে চাই। যেথানে থাকবেনা কোন অন্যায় অত্যাচার, গঠন হবে মাদক মুক্ত সমাজ।

সভায় মুহতামিম মাওলানা মাজেদুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন –মাওলানা মাইনুদ্দিন,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, মাওলানা জিয়াউর রহমান, ইমাম শরিফুল ইসলাম, আব্দুল হািকম, জাহাঙ্গীর আলম, ইমাম রমিজ উদ্দীন আহম্মেদ, হাফিজুর রহমান, বেলাল উদ্দীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com