রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
ঘোড়াঘাট প্রতিনিধি::
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সংবাদ সম্মেলন করে বলেন,ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা উমর আলীকে হত্যা চেষ্টা ঘটনা আইন শৃঙ্খলাবাহিনী চুরির ঘটনা বলছে, এটা সত্য নয়। এটা একটি সুপরিকল্পিত হত্যার চেষ্টা। প্রকিত দুষিদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবী করেন। উপজেলা অফিসারদের নিরাপত্যার জন্য একটি পুলিশ ফারি স্থাপনের দাবী জানান।
আজ রবিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে- সংবাদ সম্মেলন বক্তারা বলেন, এটা কোন চুরির ঘঁটনা না, সুকৌসলে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রকিত দুষিদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ার দাবী করেন। উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্যার জন্য একটি পুলিশ ফারি স্থাপনেরও দাবী করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার একলাস হোসেন সরকার। বক্তব্য রাখেন মহিলা ভাইস রশিনা সরেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, প্রকৌশলি কর্মকর্তা নুরনবী, মাধ্যকি অফিসার আঃ ছাত্তারসহ আরো অনেকে। এ রকম নেকারজন ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোপ প্রকাশ করেন।