বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

আল আরাফা ইসলামী ব্যাংক লিঃ-এর বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ইং অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধিঃ- বৃক্ষরোপন অভিযান সফল করুন, পরিবেশ বিপর্যয় রোধ করুন, এই কর্মসূচীর শ্লোগান নিয়েই আল-আরাফা ইসলামী ব্যাংক লিঃ- গাউছিয়া শাখা আয়োজন করে এই বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮ইং। গতকাল মঙ্গলবার সাড়ে ১১টায় উপজেলার মর্তুজাবাদ মাদ্রাসার এই কর্মসূচীতে রূপগঞ্জ থানার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাবা ফাতেহা নূর প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন। মাদ্রাসার পরিবেশ বাঁচাতে শ্রেনীকক্ষের সামনে একটি গাছের চারা লাগিয়ে এই বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আ, ন. ম. বোরহান উদ্দিন, মাদ্রাসার প্রভাষক মোহাম্ম নুরুল আমীন রূপগঞ্জের কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, মোঃ জহির উদ্দিন বাবর, আল আরাফা ইসলামী ব্যাংকের এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মোহাঃ আবু তাহের। এ ছাড়াও উপস্থিত থাকেন উক্ত শাখার ম্যানেজার অপারেশন মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইসমাইল হোসেন, সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম শফিক, বিপ্লব হাসানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com