শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

আল্লু অর্জুনও সরে গেলেন সন্দীপের সিনেমা থেকে

আল্লু অর্জুনও সরে গেলেন সন্দীপের সিনেমা থেকে

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: ‘অ্যানিমেল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা একের পর এক বিতর্কে জড়িয়েই সংবাদের শিরোনামে। কিছুদিন আগেই তার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়ান বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার সেই একই ছবি থেকে বাদ পড়লেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন আল্লু অর্জুন। তবে এখন নাকি পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে ওই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে ছবিতে নেয়া হতে পারে আরেক দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে।

শোবিজ অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে, দীপিকার মতোই হয়তো আল্লু অর্জুনের কিছু শর্ত ছিল, যা মানতে চাননি পরিচালক। আর সেই কারণেই দুই পক্ষের মধ্যে তৈরি হয় দূরত্ব। ফলে শেষমেশ ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অভিনেতা। তবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে না হলেও দীপিকা পাড়ুকোনের সঙ্গে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন আল্লু অর্জুন। আপাতত AA22xA6 নামে পরিচিত একটি প্রজেক্টে জুটি বাঁধছেন এই দুই তারকা।

প্রথমে শোনা গিয়েছিল, ছবিটিতে আল্লু অর্জুনের পাশাপাশি আরও একজন অভিনেতা থাকবেন। তবে এখন জানা যাচ্ছে, এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন আল্লু অর্জুন নিজেই। সম্ভাব্য মুক্তির সময় ধরা হয়েছে ২০২৬ সাল।

এদিকে দীপিকা ও আল্লুর একসঙ্গে স্ক্রিন শেয়ার করার খবরেই এখন সরগরম অনুরাগী মহল। অনেকে বলছেন, সন্দীপের ‘স্পিরিট’ না হলেও, অন্য এক প্রজেক্টে দীপিকা-আল্লু জুটি দেখা মিলবে বলেই খুশি তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com