শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

আমেনা বাকী স্কুল এন্ড কলেজের ৮০ শিক্ষার্থীর বৃত্তি লাভ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি॥

দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় ২০১৮ সালের এস,এস,সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দিনাজপুরের চিরিরবন্দর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ হতে ১৩৯ জনের মধ্যে ৮০ শিক্ষার্থীর বৃত্তি লাভ করায় স্কুলটি এখন টক অফ দি চিরিরবন্দরে পরিনত হয়েছে।

গত ১৮ নভেম্বর (রোববার) রাতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইডে দেয়া তথ্য মতে জানা যায়, ২০১৮ সালের এস,এস,সি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে ফলাফলের ভিত্তিতে জেলা ও উপজেলা ভিত্তিক ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি নির্ধারন করা হয় ট্যালেন্টপুলে ৩১৩ জন ও সাধারন গ্রেডে ২ হাজার ৫৮৫ জন।

আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান জানান, ২০১৮ সালে এসএসসিতে তাদের স্কুল হতে বিজ্ঞান ও বাণিজ্য শাখা হতে ১৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ১৩৫ জন জিপিএ ৫.০০ প্রাপ্ত হয়। এদের মধ্যে প্রাপ্ত জিপিএ,র ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে ট্যালেন্টপুলে ২০ ও সাধারন গ্রেডে ৬০ জন বৃত্তি প্রাপ্ত হয়। তিনি শিক্ষার্থীদের অধিকতর ভাল ফলাফলের জন্য নির্বাচনী পরীক্ষার পর পড়াশোনায় বেশী মনোযোগী হওয়ার ব্যাপারে একনিষ্ঠ হওয়ার জন্য বলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com