শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

আমাকে একদিন সমর্থন দিন আমি নির্বাচিত হলে আগামী ৫ বছর আপনাদের নিরাপত্তা দিব: খালিদ মাহমুদ

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্ম জানলে সহজ না জানলে কঠিন। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিলেন যাতে আরবী ও ফারসী ভাষায় লিপিবদ্ধ ধর্মকে বাংলায় ট্রান্সলেট করে সাধারণ মানুষের কাছে পৌছে দেয়া যায়। বঙ্গবন্ধু মাদ্রাসা বোর্ড গঠন করার মাধ্যমে ইসলামের স্বীকৃতি দিয়েছিলেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ইসলাম প্রতিষ্ঠায় দেশের সকল মসজিদ, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করেছি। আপনারা আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাকে একদিন সমর্থন দিন আমি নির্বাচিত হলে আগামী ৫বছর আপনাদের পাশে থেকে নিরাপত্তা দিব। যেভাবে গত ১০ বছর নিরাপত্তা দিয়েছি।

আজ বৃহস্পতিবার সকালে বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুরের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বোচাগঞ্জ উপজেলা শাখার ইমাম ওলামা ও মুয়াযিযনবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com