শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
বশির আহম্মদ,বান্দরবান প্রতিনিধি: আগুনে পুড়ে গেছে বান্দরবানের পূরবী বার্মিজ মার্কেট। শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৩টার দিকে মার্কেটের ভেতরে থাকা প্রদীপ দের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মার্কেটের ভেতরের প্রায় ২৫টির মতো দোকান পুড়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের বান্দরবান সদর এবং রোয়াংছড়ির দুটি ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনায় মার্কেটের ২৫টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ এখনেও বলা যাচ্ছে না।’