শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

আগামী তিন বছরের মধ্যে দেশের দারিদ্রতা কমে যাবে -প্রফেসর ড. গওহর রিজভী

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
বাংলাদেশের কোন লোক এখন না খেয়ে নেই উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশের দারিদ্রতার হার ছিল ৮০% আর এখন আমরা ২১% এ এসে গেছি। আমার বিশ্বাস আর আগামি তিন বছরের মধ্যে দারিদ্রতার হারকে আমরা ১০% এর নিচে নিয়ে আসবো।

১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে তিন দিন ব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড.গওহর রিজভী দেশের উন্নয়নের জন্য আগামি নির্বাচনে আওয়ামীলীগ সরকারের সাথে থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই সরকার আবার ক্ষমতায় থাকলে আমাদের দেশের চেহেরা বদলিয়ে যাবে। আমাদের ছেলে মেয়েদের বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। এই দেশেই তাদের জন্য সুযোগ হবে এবং বাবা মা দের সাথে থেকে কাজ করতে পারবে।

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, পুলিশ সুপার ফারহাত আহমেদ প্রমূখ।

পরে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে খাস জমির কাগজ বিতরণ, একজন মেধাবী শিক্ষার্থীকে এক লক্ষ টাকার চেক প্রদান, ক্রীড়া সংস্থার বিভিন্ন ক্লাবে অনুদান প্রদান, বীরাঙ্গনা মাতা টেপরি রাণীর জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর, নতুন বইয়ের মোড়ক উম্মোচন ও বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com