শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে হানিফ চানাচুর ও লাচ্চা সেমাই

মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::

অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে হানিফ চানাচুর ও লাচ্চা সেমাই সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চড়িয়া উত্তর পাড়া গ্রামস্থ এলাকায় হাইওয়ে রাস্তার পাশে একটি টিনের ছাপড়া উঠিয়ে নোংরা পরিবেশ তৈরি হচ্ছে নামি দামি কোম্পানি হানিফের চানাচুর ও লাচ্চা সেমাই।

সরেজমিনে দেখা যায়, চানাচুর ও লাচ্চা সেমাই তৈরি হচ্ছে নোংরা পামওয়েল তেল দিয়ে, হাতে হাতমুজা নেই নোংরা হাতে কাজ করছে শ্রমিকরা। কারখানার ভিতর বেজি, বিড়াল, তেলাপোকা, টিকটিক, মাকড়সার জাল ও কালী লেগে আছে চাল ও বেড়ার সাথে। এলাকার সচেতন মহলের দাবী, এই চানাচুর ও লাচ্চা সেমাই আমরা ও আমাদের ছেলে মেয়েরা খায়, এতো নোংরা পরিবেশ তৈরি করলে আমরা স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হবো।

এ বিষয়ে হানিফ চানাচুর ও লাচ্চা সেমাই কারখানার ম্যানেজার মোঃ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, পরিবেশের ছাড়পত্র আছে কিনা আমি জানিনা আমার কাছে শুধু টেড লাইসেন্স আছে আপনারা দেখতে পারেন আর কিছু জানার বা দেখার থাকলে আমাদের জি,এম,সার মোঃ আবু হানিফ সাহেবের কাছে জানতে পারেন বলে কেটে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com