শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ভারতকে আবারও কাঁদিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার, একুশের কণ্ঠ:: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আবারও ক্রিকেটের মহারণে ভারতকে কাঁদিয়ে শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া। রবিবার এই আসরের ফাইনালে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ান যুবারা।

এদিন দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টায়। টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরেন অজি ওপেনার শ্যাম কনসটাস। রাজ লিম্বানির বলে বোল্ড হয়ে ফেরত যান তিনি।

এরপর ওয়ানডাউনে নামা অজি অধিনায়ক হাগ উইবগিনকে নিয়ে সতর্কভাবে এগোতে থাকেন আরেক ওপেনার হ্যারি ডিক্সোন। এ জুটি গড়েন ৭৮ রানের মাঝারি পার্টনারশিপ। ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে যান অধিনায়ক হাগ উইবগিন। দলীয় রান তখন ৯৪। এর সঙ্গে মাত্র ৫ রান যোগ হতে ফিরে যান ওপেনার হ্যারি ডিক্সোনও। তিনি করেন ৪২ রান।

এরপর চার নম্বরে নেমে হাল ধরেন হারজাস সিং। তিনি অস্ট্রেলিয়া দলের একমাত্র ব্যাটার, যিনি এদিনের ম্যাচে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান। হারজাস আউট হন ব্যক্তিগত ৫৫ রানে। এছাড়া ওলিভার পিকে ৪৬, রায়ান হিক ২০ এবং চার্লি অ্যান্ডারসন ১৩ রান করেন।

ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে রাজ লিম্বানি তিনটি, নোমান তিওয়ারি দুটি এবং সয়ামি পাণ্ডে ও মুশির খান একটি করে উইকেট লাভ করেন।

কিন্তু ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দেওয়া ২৫৪ রানের মাঝারি লক্ষ্যকেই টপকাতে পারেনি ভারতের যুবারা। অজি বোলারদের তোপে মাত্র ১৭৪ রানে থেমে যায় তাদের ইনিংস। সেখানে শতক তো দূর অস্ত, অর্ধশতকের দেখাও পাননি কোনো ভারতীয়। ব্যাটারদের মধ্যে আদর্শ সিং ৪৭ এবং মুরুগান অভিষেক ৪২ রান করেন।

ফলে ৭৯ রানের জয় পেয়ে উল্লাসে মেতে ওঠেন অস্ট্রেলিয়ার খেলোয়ারসহ গ্যালারি ভর্তি দর্শকরা। এদিন অস্ট্রেলিয়ান বোলারদের পক্ষে মাহলি বেয়ার্ডম্যান এবং রফ ম্যাকমিলান তিনটি করে উইকেট শিকার করেন। ক্যালুম ভিডলার দুটি এবং চার্লি অ্যান্ডারসন এবং টম স্ট্রাকার পান একটি করে উইকেট।

ভারতকে হারানোর মধ্য দিয়ে নিজেদের চার নম্বর শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে, ভারতের যুবারা জিতেছে সর্বাধিক পাঁচটি শিরোপা। রবিবার তাদের সামনে ছিল হেক্সা শিরোপা জেতা, সঙ্গে তিন মাস আগে সিনিয়রদের হারানোর প্রতিশোধ নেওয়ার সুযোগ। কিন্তু কোনোটাই পারেনি তারা।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর ভারতের মাটিতে তাদেরকে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া জাতীয় দল। সেই ক্ষত না শুকাতে আবারও ভারতকে ক্ষতবিক্ষত করল অস্ট্রেলিয়া। চতুর্থবার জিতে নিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com