সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি::
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন।
রবিবার সকাল ১১টায় রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভার পরির্দশনে এসে বললেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি ঘুরে ঘুরে ফ্লাইওভারের কাজ দেখেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। তিনি আরো বলেন, সরকার প্রধান, মাননীয় প্রধান মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এদেশে দুর্নীতিবাজ যেই হোক কাউকে কোন ছাড় দেয়া হবেনা। কোন সরকার প্রধান আগে এমন কোন ভুমিকা নিতে পারেনি। তিনি বলেন ছাত্রলীগের ৩৭জনের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরও ব্যবস্থা নেয়া হবে।
তিনি ফ্লাইওভার পরির্দশন শেষে বলেন, প্রধান মন্ত্রী যে কোন সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূলতা ফ্লাইওভারটি উদ্বোধন করবেন।
এসময় তার সাথে উপস্থিত থাকেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার অন্যন্যা কর্মকর্তা, রূপগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, ওসি মাহমুদুল হাসান, ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম, টিআই রাফিকুল ইসলাম প্রমুখ।