সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে পারভেজ আহাম্মেদ জয় (২৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পারভেজ আহাম্মেদ জয় বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। পারভেজ আহাম্মেদ একটি মাল্টিপারপাসে চাকরি করতেন বলেও জানা গেছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি পারভেজ আহাম্মেদ জয়। পরে সোমবার দুপুরে বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।