শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

যথাসময়ে সহায়ক সরকারের রূপরেখা: ফখরুল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সহায়ক সরকারের রূপরেখা যথাসময়ে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনটি এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই বিএনপি সহায়ক সরকারের কথা বলে আসছে। উপযুক্ত এবং যথাসময়ে এই সরকারের রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে।’

তিনি অভিযোগ করেন, ‘শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সুষ্ঠু হলে তাদের ভরাডুবি হবে। আর এটা জেনেই আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইছে।’

বিএনপি মহাসচিব হুমকি দিয়ে বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মত ঘটনা দেশে আর ঘটতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার নির্বাচন প্রতিহত করা হবে।’

তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার আদালতের মাধ্যমে হেনস্তা করছে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমে দিতে প্রস্তুত রয়েছে।

এ সময় মির্জা ফখরুল জানান, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে সারাদেশে ৭ লাখ ৩৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ৭২ হাজার মামলা দেওয়া হচ্ছে। এসব মিথ্যা ও উদ্দেশ্যমূলক মামলায় গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে, যার সর্বশেষ শিকার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনে আসার সময় ইয়াছিন আলীকে গ্রেফতার করে পল্লবী থানার পুলিশ।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ইয়াছিনের বিরুদ্ধে ১৯টি মামলা তদন্তাধীন। পল্লবী থানায় তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com