বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করছে জিম্বাবুয়ে। তবে শুরুটা তাদের ভালো হয়নি। সাকিব আল হাসানের করা ম্যাচের প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেছে সফরকারীরা।
আজ সোমবার দুপুর ১২টায় রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচের প্রথম ওভারেই স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন মাশরাফি। প্রতিদান দিতে দেরি করেননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। প্রথম ওভারেই সাজঘরের ফেরত পাঠান জিম্বাবুয়ের দুই টপ অর্ডার ব্যাটসম্যানকে।
ওভারের প্রথম বলে এক রান নিয়ে জিম্বাবুয়ের রানের খাতা খোলেন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। প্রান্ত বদল করে স্ট্রাইকে আসেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সলোমন মিরে। তাকে করা সাকিবের প্রথম বলটি ওয়াইড হলেও ক্রিজ থেকে বেরিয়ে যাওয়ায় স্ট্যাম্পিং হয়ে যান মিরে। তিনি কোনো রানই করতে পারেননি।
মিরে আউট হওয়ার পর ব্যাট করতে নামেন ক্রেইগ আরভিন। তবে সাকিবের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি তিনিও। ওভারের চতুর্থ বলটি লেগ সাইডে মারতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে করতে পারেননি আরভিন। মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডার সাব্বির রহমান অনেকটা আয়েশি ভঙ্গিতে ক্যাচ নিয়ে আরভিনকে সাজঘরের পথ দেখান। মিরের মতো আরভিনও আউট হন রানের খাতা খোলার আগেই।
ত্রিদেশীয় এই সিরিজ দিয়েই নতুন বছরে প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের অপর দল শ্রীলংকা।
সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এই ম্যাচে জিম্বাবুয়ের পক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে ব্র্যান্ডন মাভুবার।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, সানজামুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, পিজে মুর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, তেন্দাই চিসোরো, তেন্দাই চাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জার্ভিস, ক্রিস এমপফু, ব্র্যান্ডন মাভুতা।