মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননকে গ্র্যান্ড জুরির শুনানিতে হাজির হতে সমন জারি হয়েছে।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে আজ বুধবার এ খবর জানানো হয়।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগের তদন্তের নেতৃত্ব দেওয়া এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট মুলার ব্যাননের বিরুদ্ধে এ সমন জারি করেন।
বিবিসি বলছে, কংগ্রেসেরও একটি কমিটিও আলাদাভাবে ওই বিষয়ে তদন্ত করছে। ব্যানন মঙ্গলবার সেই কমিটির শুনানিতেও হাজির হয়েছিলেন।