বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিসের তৎপরতায় ময়েনদিয়া বাজারে বাঁচলো ৩ কোটি টাকার সম্পদ

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুর, ২৭ জুন: ফরিদপুরের সালথা উপজেলার ময়েনদিয়া বাজারে শুক্রবার (২৭ জুন) বেলা ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ কোটি টাকার সম্পদ আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। যদিও এই অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক্স দোকান ও প্রাইম এজেন্ট ব্যাংকিং-এর কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে, তবুও ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপের কারণে বাজারের একটি বিশাল ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি
সালথা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আঃ রাজ্জাক জানান, ময়েনদিয়া বাজারের এম এইচ টেলিকম নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট-এর মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্টেশন ম্যানেজার আঃ রাজ্জাক আক্ষেপ করে বলেন, “আমাদের যাতায়াত রাস্তা যদি ভালো থাকতো, তাহলে আমরা আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারতাম এবং ক্ষতির পরিমাণ আরও কম হতো।”

ফায়ার সার্ভিসের প্রশংসায় বাজার মালিক
ময়েনদিয়া বাজারের এম এইচ টেলিকম-এর মালিক মোঃ মেহেদী হাসান রানা ফায়ার সার্ভিসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, যখন তার দোকানে আগুন লাগার খবর পান, তখন তিনি ফরিদপুরে ছিলেন। প্রথমে বোয়ালমারী ফায়ার সার্ভিসকে ফোন করে না পেলেও, সালথা ফায়ার সার্ভিসকে ফোনে পেয়ে যান এবং মাত্র ৯ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

রানা বলেন, “সালথা ফায়ার সার্ভিসের এই দ্রুত পদক্ষেপের কারণে ময়েনদিয়া বাজার কোটি কোটি টাকার ক্ষতি থেকে বেঁচে গেছে। এজন্য আমি সালথা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আঃ রাজ্জাকসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।” কৃতজ্ঞতাস্বরূপ তিনি সালথা ফায়ার সার্ভিসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

স্থানীয়দের মন্তব্য
স্থানীয় আলম মেম্বার জানান, আগুনে অনেকের ব্যাংকের কাগজপত্র, চেক পানিতে নষ্ট হয়ে গেছে এবং অন্যান্য জিনিসপত্রেরও ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস: একটি অপরিহার্য জরুরি সেবা
ফায়ার সার্ভিস একটি জরুরি সেবাদানকারী সংস্থা, যা অগ্নিকাণ্ড, ভূমিকম্প, দুর্ঘটনা, উদ্ধার কার্যক্রম ও অন্যান্য বিপর্যয় মোকাবেলায় নিরলসভাবে কাজ করে থাকে। তাদের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে: আগুন নিভানো, উদ্ধার কাজ পরিচালনা করা (দুর্ঘটনা, ধ্বংসস্তূপ, পানিতে ডুবে যাওয়া ইত্যাদি), প্রাথমিক চিকিৎসা প্রদান, সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং বিপদে পড়া মানুষকে সহায়তা করা। আজকের ঘটনা আবারও প্রমাণ করলো যে, এমন একটি জরুরি সেবাদানকারী সংস্থার গুরুত্ব কতটা অপরিসীম।

এই ঘটনা ময়েনদিয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে – একদিকে ক্ষয়ক্ষতির বেদনা, অন্যদিকে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় বিপর্যয় এড়ানোর স্বস্তি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com