মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন

ফল প্রকাশের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সেশনজট নিরসন ও পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভাগের দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ৫ ফেব্রুয়ারী সোমবার সকালে বিভাগের ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে চারুকলা বিভাগকে অনুষদ করা হয়েছে। অনুষদ হওয়ায় চারুকলা বিভাগের নানা সমস্যায় জর্জরিত। নির্ধারিত সময়ে পরীক্ষা না হওয়ায় সেশনজট প্রকট আকার ধারণ করেছে। পরীক্ষা হলেও ফল প্রকাশে অধিক বিলম্ব করা হয়। শ্রেণীকক্ষের সংকট, সেমিনার কক্ষে প্রয়োজনীয় বইয়ের অভাব, শিল্পকর্ম প্রদর্শনী ও সংরক্ষণের জন্য নির্ধারিত স্থান এবং কম্পিউটার ল্যাব না থাকায় চারুকলা বিভাগ ।
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত কলা অনুষদের অধিভুক্ত ছিল চারুকলা বিভাগ। এরপর ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চিত্রকলা-প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ এবং গ্রাফিক ডিজাইন-কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস এ তিনটি বিভাগ নিয়ে চারুকলা অনুষদ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution